দাঁতের ব্যাথা ভালো করুন এই গাছটির সাহায্যে এবং অন্যান্য উপকারিতা জেনে নিন।
[5]
রাস্তার ধারে অযন্তে অনেক গাছ বেড়ে ওঠে আমরা সাধারণত এসব গাছকে অবহেলা করে থাকি। কিন্তুু প্রকৃতি গত ভাবে এইসব গাছ অনেক রোগের ঔষধ হিসেবে কাজ করে থাকে।
তেমনি একটি গাছ হচ্ছে আকন্দ যদিও গ্রাম গন্জে এটি আকন গাছ নামে পরিচিত। এটি যত্ন ছাড়াই বেড়ে ওঠে এবং বেগুনী রঙ্গের ফুল ধরে। এই গাছের ফুল পাতা ও ছাল সবগুলোই ঔষধ তৈরিতে ব্যাবহার করা হয়। কাঠাল পাতার মত বড় বড় পাতা হয় আকন্দ গাছে তারই মধ্যে ফুটে ওঠে বেগুনি রঙ্গের ফুল। প্রচণ্ড দাঁতের ব্যাথা মুহূর্তের মধ্যে কমিয়ে দিতে পারে আকন্দ গাছের কষ। আকন্দ গাছের কষ তোলায় ভিজিয়ে দাঁতের গোড়ায় কিছুক্ষণ রেখে দিলে মুহূর্তেই কমে যায় দাঁতের ব্যাথা।
এছাড়া আর যেসব উপকার করে আকন্দ গাছ চলুন তা জেনে নেই।
১/ শরীরে কোন জায়গায় দূষিত ক্ষত হলে আকন্দ গাছের পাতা সিদ্ধ করা পানি দিয়ে ধুয়ে দিলে সেখানে পুঁচ হয় না।
২/ পা মচকে গেলে বা শরীরে জরজরিত প্রচণ্ড ব্যাথা থাকলে সেখানে আকন্দ পাতা দিয়ে গরম সেক দিলে ব্যাথা উপশম হয়।
৩/ শরীরে দৃষিত পোকামাকড়ে কামড়ালে এর জ্বালা কমাতে আকন্দ গাছের পাতা ব্যাবহার করা হয়।
৪/ আকন্দের আঠার সাথে চার গুণ ষরিষার তেল মিশিয়ে গরম করে তার সঙ্গে কাঁচা হলুদের রস মিশিয়ে খুশ পাচরায় লাগালে উপকার পাওয়া যায়।
৫/ আকন্দের মূল গুড়া করে খেলে ক্ষিদে বৃদ্ধি পায় তবে ২ গ্রাম এর বেশি খাওয়া যাবে না।
নিয়মিত স্বাস্থ্য সক্রান্ত পরামর্শ পেতে sasthotips24.blogspot.com এর সাথেই থাকুন।
এবং ফেসবুক পেজটি ফলো করতে পারেন।Sasthotips24 স্বাস্থ্য টিপস২৪
Nace
উত্তরমুছুন