মাথার খুশকি ও চুল পড়া দূর করতে শুধু মাত্র এই টিপস টি একবার ব্যাবহার করুন।

 


[7]
কোন উৎসব এলেই নারীরা বেছে নেয় মেহেদী পাতা। উৎসবে রঙ্গের রাঙ্গাতে মেহেদীর ঝুড়ি নেই। শুধু হাত আর নখ সাজাতেই নয়, চুল সুন্দর করতেও মেহেদী পাতার ঝুড়ি নেই। অন্তত মাসে একবার হলেও মেহেদী পাতা দিয়ে চুলের পরিচর্চা করা উচিৎ। চুল উজ্জ্বল আর ঝলমলে করতে এবং খুশকি তারাতে মেহেদী পাতার কথা উল্লেখ না করলেই নয়।

চলুন এবার মেহেদী পাতার কিছু ঔষধি গুণাগুণ জেনে নেই।

১/ মাথার খুশকি দূর করতে 

খুশকি চুলের সবচেয়ে বড় শত্রু। খুশকি দূর করতে মেহেদী পাতা বেশ কার্যকরী। ষড়িষাড় তেল, মেথি, মেহেদী পাতা সেদ্ধ করে একই সঙ্গে পেস্ট করে এটি চুলে ব্যাবহার করুন, ১ ঘন্টা পর স্যাম্পু করুন, এটি খুশকি দূর করে চুলকে করবে ঝলমলে সুন্দর।

২/ পায়ের জ্বালাপোড়া রোধ

তাজা মেহেদী পাতা ভিনেগার ভিজিয়ে একজোড়া মোজার বেতরে রেখে দিন এবার এই মোজাটি সারারাত পড়ে থাকুন, এতে করে পায়ের জ্বালাপোড়া অনেকটা কমে যাবে।

৩/ মুখের ঘাঁ ভালো করতে 

মেহেদী পাতা দিয়ে তৈরি করে নিতে পারেন মাউথ ওয়াস। মেহেদী পাতার গুড়া পানিতে গুলে নিন, এবার এটি দিয়ে কুলকুচি করুন। এটি মুখের ঘাঁ ভালো করে এবং মুখ জীবাণু মুক্ত করে তোলে।

৪/ মাথা ব্যাথা হ্রাস করতে 

মেহেদী গাছের ফুল মাথা ব্যাথা দূর করতে সাহায্য করে। মেহেদী গাছের ফুল পেস্ট করে এতে ভিনেগার মিশিয়ে নিন, এটি কপালে অথবা ব্যাথার স্থানে লাগিয়ে রাখুন। এছাড়াও আপনি মেহেদী পাতার পেস্টও ব্যাবহার করতে পারেন।

৫/ ঘাঁমাচির জ্বালাপোড়া রোধ করতে।

মেহেদীর পেস্ট পিট, গাড় এবং ঘাঁমাচি আক্রান্ত স্থানে লাগান, এটি ঘাঁমাচির চুলকানি এবং জ্বালাপোড়া রোধ করবে। 

৬/ বাথের ব্যাথা রোধ করতে 

বাথ এবং বাথ জনিত সবরকম ব্যাথা দূর করতে মেহেদী পাতা বেশ কার্যকরী। ব্যাথার স্থানে মেহেদী পাতা মেসাজ করে লাগিয়ে দিন। ভালো ফল পেতে কমপক্ষে এটি ১মাস ব্যাবহার করুন।

তাই এই সব সমস্যা থেকে মুক্তি পেতে ব্যাবহার করতে পারেন মেহেদী পাতা।

***নিয়মিত স্বাস্থ্য সক্রান্ত পরামর্শ পেতে 
sasthotips24.blogspot.com 
এর সাথেই থাকুন।

এবং

***ফেসবুক পেজটি ফলো করতে পারেন।



1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.